পরানবন্ধুরা,
আমাদের blog-র শুভ উদবোধন-এ সবাইকে জানাই আমার বাঁধভাঙা উচছাস।
বন্ধুর মনের খবরের ভাঁড়ার। আহা! আর কে বলে মনের ঠিকানা পাওয়া দুষকর? Nirmalya আবার ওর স্রিজনশীল মন আর অনুপম একাত্ম বোধের অভিনব পরিচয় রাখল। আমরাও অজান্তেই এই যগ্নে সামিল হয়ে গেলাম।
মানসের লেখা ঈদানিং খুব মিষ্টি হচ্ছে। Site-এ পড়তে আরো ভাল লাগবে। শান্তনু-র পাকা লেখা বহুদিন miss করছি। এবার নিশ্চই সব পাব। সুজয়-ই শুরুটা চিরটাকাল ভাল করে, এবারো করেছে। অবশ্য এই site- আপাততঃ আমার ধরাছোঁয়া-র বাইরে-ই রয়ে গেল। তাতে কি আসে যায়! তোদের সবার চোখ দিয়েই দেখব। আমার হাল তো সেই "জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই সাকিন নাই; তবে খেয়ালপোকা যখন আমার মাথায় নড়ে-চড়ে, কলম হাতে বন্ধু তোমার কথাই মনে পড়ে"।
তুরষ্কের এই অন্চল-টা ইস্তানবুল থেকে বেশী দূরে নয়। Black Sea এবং Mediterrenan কে জুড়েছে দুটো প্রণালী, Bosphorus এবং Dardenelis! Dardenelis-কে অনেকে আদর করে বলেন “দর্দ কে নালী”- 'The Strait of Sorrow'। এখানে সমুদ্র বোতলগ্রীবসদৃশ (Kola had used the word 'bottleneck' – translation-টা আমার: Nirmalya), নদীর মত দুটো কূল দেখা যায়। সবুজ পাহাড়, সোনালী বেলা-তাত নীল আকাশ, হুমড়ি খেয়ে পড়া ঢালু ছাদের বাড়ি। আর চোখে হীরের ঝিলিক তোলা স্বল্পবাক মেয়ের দল। সেই এক ইরানী গোছের পোশাক-আশাক। ইরান দেশের গোলাপ যেন তুরষ্কে এসে চাঁপা ফুল হয়ে উঠেছে। ওখানে ছুটে গেলে কাঁটা লাগতই, আর এখানে সাপের ছোবল খেতে হতে পারে। মানে, সব কিছুর থেকে একটু দুরে দুরে থাকাই ভাল।
থাক এই উদ্ভট দুনিয়ার কথা; এখন গন্তব্য আফ্রিকা - দাড়ি-বুড়োর আফ্রিকা।
তোমরা সবাই ভাল থেকো।
জাহাজ: Torm Charente (আমি এটা যোগ করলাম: Nirmalya)
Ba: erakam kore de to! Tahole byanger ras puro nite parbo. khatni porbe thik. kintu tor utsaho akhon natun ananda dichche.
ReplyDeleteপ্রথম 'কোলাকথন' প্রকাশ হয়েছে জেনে কোলা-র বক্তব্য:
ReplyDelete---------------------------------------
কি আর বলব বন্ধু, তুম্ হো তো জান হো!
আমার লেখা, ভারী তো তার দাম,
ফেলে দেওয়া ফুল আর রাবিশের গন্জাম,
বা আরও যায় বলা, ফুঁ-দিয়ে উড়িয়ে দেওয়া বাদামের খোলা,
তাকে তুমি য়ত্নে সাজাচ্ছ,
ঠিক আছে, পরে আবার লেখা পাঠাব,
এবার এটা GK-র জন্য জেনে রাখো!
------------------------------------------------------
Heroder Kathin Byadhi:
In GHAJINI, Aamir Khan had short-term memory loss: named [Anterograde Amnesia].
In PAA, Amitabh Bachchan played a child afflicted with revese old age syndrome: named Progeria.
In MY NAME IS KHAN, SRK was shown suffering from a psychological disorder: named Asperger Syndrome.
In TAARE ZAMEEN PAR,Aamir Khan portrayed problems of autism in a special mode among children:named Dyslexic children.
In BLACK, Amitabh Bachchan was shown succumbing to a kind of Amnesia: named Alzheimer's.
In KARTHIK CALLING KARTHIK, Farhan Akhtar portrayed a Schizophrenic.
Latest: In GUZAARISH, Hrithik Roshan suffers from Paraplegia, a complete paralysis of the lower half of the body, including both legs, usually caused by damage/injury to the spinal cord.
Kola'r lekha bangla haraf-a transfer kore bash ekta kajer kaj korli,,,du'din Kanchenjungha'r sange ghar korey elam...Himalay ke bachhare ekbar na dekhle jeno kirakam lage.....
ReplyDeleteDarun! Darun! bachare akbar Himaloy tao abar starling resort e. ato choto koe balli kano? de detail. Kuasha beshi chilo naki? ei kadin.
ReplyDeleteJak tor bachare akbarer talika bere choleche.
1.Himaloy
2.Sho...tala
Ghure ese jware pore gechhi!Okhanei ese gechhilo,chapachupi diye chhilam.Prothom din meghe dhaka chhilo,porer din jhakjhake Kanchenjunga!Ebare ei niye second time Darjeeling gelam,March-a giye to brishti-i peyechhilam....Kanchenjunga dekha takhono hoyni...ebareo dekha hobe na bole jakhan hatash hoye porchhilam,takhani dekhte pelam!Starling resort-tao to darun sundar!Amar ek Shala-i sab bondobosto korechhilo,orao sange chhilo....roj evening-a amar chhele r shala ranna korte neme porto(dujoner-i adomyo Utsaho ei bishoye!),seta ek darun oviggota!Mobile-a 'Amake amar moto thakte dao...' bajchhe,sange porimito drinx....baire nijjhum,haar-kapano thanda...r ki chai!
ReplyDelete