Monday, 3 January 2011

ভট্টবচন :৩রা জানু ২০১১ গুয়াহাটী



আমি থাকি, হেমলতা হেরিটেজ-A তে ৫তলাতে ৷ আামার প্রায় গায়ে লেগে উঠেছে, B-ব্লক ৷ সেটার ৪তলাতে থাকেন, এক ভদ্রমহিলা , শুনেছি উনি Cotton College( গৌহাটী-র Presidency)-র প্রফেসর ৷ এক মেয়ে বছর ১২বয়স, গড়নটা মায়ের মতোই ৷ সম্ভবতঃ স্বামী Bank চাকুরে, আসামে অন্য কোনো শহরে posted ৷ আমার রান্নাঘর বা Balcony থেকে , ওনার সূ্র্যের আলো না ঢোকা রান্নাঘর বা Study তে মা বা মেয়ে থাকলে, চিনতে অসুবিধা হয় (অনেকটা ঠিক SS-র ওমা! আপনি এখানে-র মতো ৷)৷৷

এনারা (মা ও মেয়ে) রোজ সকালে, পায়রা (৫০টা তো হবেই) খাওয়ান ৷ Kitchen ও Study-র জানালা দিয়ে, কার্ণিশের ওপর ছুড়ে দেন, মুসুরডাল, চিড়ে,চাল এই মাগ্যিগণ্ডার দিনে

আমিও রোজ নজর রাখি, এই পায়রাগুলোর behavior, সঙ্গে অবশ্যই ভদ্রমহিলার দৈহিকভাষা ৷ পায়রাগুলোর behavoiur এর সাথে মানুষের চরিত্রের অবিকল মিল ৷ দু-চারটে রঙবাজ ৷ এরা খালি ঘুরেঘুরে তরপে যাবে ৷ নিজেও খাবে না,কাউকে খেতেও দেবো না ৷ কেউ কেউ সুন্দরী পায়রা দেখলেই হ’ল, খাওয়া ছেড়ে সটান প্রেম করতে লেগে গেল ৷ এই সুযোগে, সুন্দরী ও একটু লেজে খেলিয়ে নিল ৷ আর পছন্দ হলো’ত, ব্যস্, চুম্বন দিয়ে শুরু,নিজেদেরকে নিংড়ে সবকিছু দিয়ে শেষ ৷ এরপর সপ্তাহ ৫ বাদে আমার দুই Balcony-র কার্ণিশে চি৺চি৺ শব্দ ৷

তবে এরা কিন্তু কেউ কালকের জন্য খাওয়া মজুত করে না ৷ আজ চি৺ চি৺ করা বাচ্চাটার ভবিষ্যত ভেবে flat বা Bank deposit করে না ৷ এখনও শোনা যায় নি, পায়রা প্রজাতি র গড় আয়ু কমে গেছে ৷ বা average health condition এর অবনতি হয়েছে ৷

4 comments:

  1. বোকাচ.... আতস কাচ লাগবে তো এই লেখা পডতে।

    ReplyDelete
  2. তবুও একটা মন্তব্য পাওয়া গেল৷

    ReplyDelete
  3. Cotton College-র প্রফেসরের ব্যাপারে আরও কিছু update কবে দিবি, সেই আশায় বসে আছি।Blog লেখাটা তোর ভালই আসে,চালিয়ে যা।

    ReplyDelete
  4. লেখাটা sexy হয় নি তাই comment পাচ্ছিস না ।
    দ্বিতীয় খন্ডে একটু মিশিয়ে দে ।

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.