Sunday, 21 November 2010

Prothom Alo


বনধুগণ, অবশেষে পারলাম!

গত দু-তিন সপতাহ ধরেই ভাবছি, যে "ঠেক"-কে যে ভাবেই হোক, Internet-এ নিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের forum থাকবে, সেখানে আমরা ঢের গুলতানি করব, বাতেললা করব, ঢপ দেব, তরকো করব, information আদান-পরদান করব।

এটা FIRST POST। তোদের মতামত চাই।

Nirmalya

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.