Saturday 4 December, 2010

অ আ ক খ ......(১)

তোদের post-গুলো পড়ে বুঝলাম যে তোদেরকে দিযে বাংলায় লেখাতে হলে 'অ আ ক খ' দিযে শুরু করতে হবে।

প্রথম জিনিষ: বাংলা হরফের keyboard চাই। না, কিনতে হবে না! তৈরী software আছে, যা ব্যবহার করে চালু American/British keyboard-এই বাংলা হরফ type করা যাবে। এই software Internet থেকে download করা যায় খুব সহজেই। উদাহরণ: (http://www.omicronlab.com/avro-keyboard.html). এই webpage-টা ভালো করে পড়।

দ্বিতীয় জিনিষ: Go to this page:http://www.omicronlab.com/avro-keyboard-download.html and look for the following heading:
Download Avro Keyboard from the following mirror sites:

এর নীচে তিন-চারটে লিংক তছে। যে কোন একটা click কর। Screen-এ যা-যা instructions আসবে, সেগুলো অনুসরন কর। আমি ধরে নিচ্ছি, তোদের সবার কাছেই MS WINDOWS-based PC আছে। সুতরাং, software-টা install করতে কোন অসুবিধা হবে না, আশা করছি। Installation হযে গেলে পরে User Instruction গুলো ভালোভাবে পড়ে নে। Basically, তোর অনেক-চেনা keyboard-টা হঠাত্ করে বা:লা হরফে লিখতে শুরু করবে।

এবার MS-WORD-এ গিয়ে বাংলা-য় লিখতে হবে। MS-WORD-এ 'Language setting' কি ভাবে করতে হবে, সেটা MS-WORD এর মেনু option, Tools-->Options-->Language Setting-এ পেয়ে যাবি। avro-keyboard এবং MS-WORD, একযোগে তোকে শুদ্ধ বাংলায় লিখতে সাহায্য করবে। লেখা হয়ে গেলে, আর পাঁচটা Document-এর মতোই এই Document-ও save করে রাখ।

এটুকু করে জানা, কখন তোরা তৈরী । তারপর, বাকিটা বলব।

1 comment:

  1. aare,Avro chhele download kore rekhechhe aagei,kintu "CHH' likhte ki tipte hobey,r 'T' likhte ki tipte hobey,eta bhebe bhebei kul-kinara paina....takhan mone hoy roman-a lekhai soja!Jani je kichhui na,chheleo tai bole je ektu practice darkar...aasole aalsemi!O.k,porer-ta banglayy-i likhbo!

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.