কয়েকদিন আগে, নরেনদ্রপুরের এক বন্ধু - আমাদের চেয়ে একবছরের জুনিয়র, Ireland-এ ডাক্তার - একটা গানের লিংক পাঠিয়েছিল, Facebook-এ।। হালফিলের বাংলা গান সম্বন্ধে আমার খুব একটা ভাল ধারণা নেই। তাই কিছুটা কিনতু-কিনতু করেই শোনা শুরু করেছিলাম। তারপর, ভীষন ভাল লেগে গেল।গুনগুন করে গাইছি,মনের মধ্যে জায়গা করে দিচ্ছি; আনেকটা যেমন বাড়ীতে কোন প্রিয়জন হঠাত্ করে চলে এলে, ব্যস্তসমস্ত হয়ে অগোছাল বসার ঘরের জিনিষগুলোকে ঠিকঠাক করতে করতে বলি, 'আসুন, বসুন!'
গানটা শুনতে ইচ্ছে করছে, কোন নিস্তব্ধ দুপুরে, শেষ হয় না এমন হাইওয়ে ধরে drive করতে করতে, মনটাকে ফেলে আসা দিনের কিছু বিশেষ ঘটনার দিকে ছড়িয়ে দিয়ে; এটা জেনেই যে অবধারিতভাবেই কিছু স্মৃতিতে ভারাতুর হয়ে যাবে মনটা। তাতেই যেন গানটার মাধুর্য।
লিংকটা দিলাম। তোরা কেউ গানটার লেখক, সুরকার ও গায়ক সম্বন্ধে কিছু জানলে, share করিস।
http://www.youtube.com/watch?v=GrCXwJTpGgo&feature=related